Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

১। নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা

২। খাবার পানির আর্সেনিক পরীক্ষা

৩। নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রয়

৪। সেনিটেশনের জন্য রিং ও স্লাব বিক্রয়।

৫। সেনিটেশন ব্যবস্থা উন্নয়নে কারিগরি পরামর্শ।

৬। আপদ কালীন (বন্যা, স্লাইক্লোন ইত্যাদি) সময়ে জরুরী ভিত্তিতে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা করা।

৭। নিরাপদ পানির ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও এনবায়রন মেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্য বিধি পালন সমন্ধে জনগণকে উদ্ধুদ্ধ করণ।

৮। মূল্য পরিশোধ করিলে অত্র অফিস থেকে জলা বদ্ধ পায়খানা সরবরাহ করা হয়।

৯।সরকার নিদ্ধারিত মূল্যে অত্র অফিস থেকে নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রয় করা হয়।

১০। বিনামূল্যে নলকূপেরন পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয় করা হয়।

সেবা প্রদানের সময়সীমা